বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার শহরের ইসকন মন্দির, হরি মন্দির, মা ভবতাঁরা কালীমন্দির, গোপালজিউর মন্দির, অন্নপূর্ণা মন্দিরসহ বিভিন্ন মন্দির ও বাসাবাড়িতে সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ পূজা অর্চনা ও প্রার্থনা করেন।
সোমবার দোল পূর্ণিমার পূণ্যতিথির সকাল থেকেই হিন্দু ভক্তরা বিভিন্ন মন্দিরে গিয়ে রাধাকৃষ্ণের চরণে আবির, বাতাসা, কদমা নিবেদন করে পূজা অর্চনা করেন। এ সময় হিন্দু নারীদের উলুধ্বনিতে শহর এলাকা মুখর হয়ে ওঠে। এ সময় দেশ, জাতি ও বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনাশেষে দিনভর ভক্তরা একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে দেন।
এদিকে দোলযাত্রার পূণ্যতিথিতে শহরের মুন্সিবাজার এলাকার হরিমন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ গ্রহণ করেন। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।









চমৎকার প্রতিবেদন। ধন্যবাদ শেরপুরের সময় সম্পাদককে।