বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (অডিট-১) তাপতুন নাসরীন শেরপুর জেলার ২০২৩-২০২৪ অর্থ বৎসরের বরাদ্দকৃত অর্থ ব্যয়ের কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।
বুধবার (২০ মার্চ) শেরপুর পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
পরে অতিরিক্ত ডিআইজি শেরপুর জেলায় ২০২৩-২৪ অর্থ বৎসরে আসবাবপত্র ক্রয়, চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি, ইক্যুইপমেন্ট খাতে অর্থ ব্যয়ের সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, অডিট কমিটির সদস্য ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফারুক হোসেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (অডিট-১) জাকিয়া নুসরাত সহ পরিদর্শন সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন।








