সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সদর থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক, জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, এ্যাড. ফারহানা পারভীন মুন্নি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, সাবিহা জামান শাপলা সহ আরো অনেকে।








