না ফেরার দেশে পাড়ি জমালেন শেরপুর জেলার সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব, খায়রুন সুন্দরী খ্যাত অভিনেতা ও গীতিকার ওয়াদুদ রঙ্গিলা।
১২ মার্চ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি শেরপুর সদর উপজেলার ভাতশাতা ইউনিয়নের সাপমারী পীরগঞ্জ বাজার নিবাসী মহহুম সাত্তার হাজীর দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।
ওয়াদুদ রঙ্গিলা বাংলাদেশ চলচ্চিত্র সমিতি ও প্রযোজক সমিতির সদস্য ছিলেন।
তিনি খায়রুন সুন্দরী, সোনার ময়না পাখি, চিনি বিবি সহ অসংখ্য চলচ্চিত্রের প্রযোজক ও অভিনেতা ছিলেন।
তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি, প্রযোজক সমিতি, শেরপুরের বুলবুল সিডি মিডিয়া, সাংস্কৃতিক ঐক্য জোট পরিষদ সহ বিভিন্ন সংগঠন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগাহী রেখে যান।
ওয়াদুদ রঙ্গিলার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শেরপুরের সাংস্কৃতিক অজ্ঞনে।








