শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু (এমপি) বলেছেন, তোমরা আমাকে ভোট দাও বা না দাও, আমাকে গালিগালাজ কর, তবুও কলেজে আমি প্রেমের নামে ইভটিজিং মেনে নিব না। যারা এসব করবে তাদের প্রকাশ্যে বিচার হবে।
আমাদের শেরপুর জেলা উন্নয়নের দিক থেকে অনেক জেলা থেকে পিছিয়ে আছে। তাই তোমাদের আগামী দিনের শেরপুরের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তোমাদেরকে ভবিষ্যতে লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।
তিনি ১০ মার্চ রোববার দুপুরে শেরপুর সরকারি কলেজ এর আয়োজনে কলেজ মাঠে তার সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, কলেজের সাবেক ভিপি বায়োজিদ হাসান, যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক প্রমুখ।
সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








