বিশেষ প্রতিনিধি :শেরপুরের সদর উপজেলায় ভয়াবহ আগুনে তিনটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাটপাড়া আকন্দবাড়ি গ্রামের অটোভ্যান চালক মো. সবুজ ইসলামের বাড়িতে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যক্তির বক্তব্য সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল তিনটার দিকে সদর উপজেলার ভাটপাড়া আকন্দবাড়ি গ্রামের সবুজ ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তা পাশের বসতঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে সবুজ ইসলামের তিনটি ঘর, ঘরে থাকা নগদ ১ লাখ ১৪ হাজার টাকাসহ মূল্যবান আসবাবপত্র ও রিকশাভ্যানটি ভস্মীভূত হয়। আগুনে প্রায় ৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে সবুজ ইসলাম জানিয়েছেন।
সংবাদ পেয়ে শেরপুর সদর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত অটোভ্যান চালক সবুজ ইসলাম বলেন, আগুনে তাঁর বসতঘর পুড়ে যাওয়ায় তিনি পরিবারসহ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আগুনে সহায়-সম্বল হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন তিনি। তাঁর পরিবার ও ঘরের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করতে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদের কাছে আবেদন জানান তিনি।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর দেলোয়ার হোসেন বলেন, সবুজ ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আধাঘণ্টা চেষ্টা করে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।








