শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর গ্রামে ৪ মার্চ সোমবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে হেরোইন সেবন কালে দুই মাদক সেবীকে গ্রেফতার করেছে।
ধৃত মাদক সেবীদ্বয়রা হলো- সদর উপজেলার কুলুরচর গ্রামের মোঃ তছির উদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৩) ও একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোঃ মোবারক (২৭)।
এক গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আল মাসুদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর গ্রামে মাদক বিরোদী অভিযান চালায়। এসময় নজরুল ইসলামের বসত বাড়িতে বসে হেরোইন সেবনকালে মাদক সেবী নজরুল ইসলামকে আটক করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন বিশ্বাস নজরুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপর দিকে মাদক সেবী মোঃ মোবারককে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএমএ মুনীব এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
পরে দণ্ডপ্রাপ্ত মাদক সেবী নজরুল ইসলাম ও মোঃ মোবারককে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।








