শেরপুরে জাতীয় দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার ও মানবাধিকার সংস্থা আমাদের আইন এর শেরপুর জেলা কমিটির চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর ই আলম চঞ্চল এর উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস প্রদান করার পর কর্মসূচী স্থগিত করা হয়েছে।
১৭ জানুয়ারি রোজ বুধবার সকালে শেরপুরে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কথা বলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মো: খোরশেদ আলম। এসময় তিনি অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য গত ৭ জানুয়ারী নির্বাচনে দায়িত্ব পালনকালে মানবাধিকার কর্মী কর্মী ও সাংবাদিক নুর- ই আলম চঞ্চল এর উপর হামলা করে সন্ত্রাসী যুবরাজ গংরা। পরে এ ঘটনায় যুবরাজসহ ২০ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা করা হয়।
এসময় শেরপুর জেলার বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিকি কর্মসূচির ডাক দেয়া হয়। পরে সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করায় কর্মসূচি স্থগিত ঘোষণা করেন সাংবাদিক মেরাজ উদ্দিন, সাবিহা জামান শাপলা ও ইউসুফ আলী রবিন।








