গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয়ের ঘোষিত কর্মসূচি এবং গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনা মোতাবেক সারাদেশে গ্রামীণ ব্যাংকের সকল সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হবে। সে মতে ১৬ জানুয়ারি মঙ্গলবার গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের, হালুয়াঘাট এরিয়ার হালুয়াঘাট সদর শাখা এবং ধারা হালুয়াঘাট শাখার ৫ জন করে মোট ১০ জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন, শেরপুর যোনের যোনাল ম্যানেজার মো:এমদাদুল হক। এ সময় সাথে ছিলেন যোনাল অফিস অবলোকন কর্মকর্তা ইসমাইল হোসেন, হালুয়াঘাট এরিয়ার এরিয়া ম্যানেজার সহ উভয় শাখার শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ সময় যোনাল ম্যানেজার বলেন, শেরপুর যোনের ০৬টি এরিয়ার ৬২ টি শাখায় মোট সংগ্রামী(ভিক্ষুক) সদস্য সংখ্যা ২০৩৯ জন। এ বছর ২০৩৯ জন সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝেই কম্বল বিতরণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। আজ হালুয়াঘাট এরিয়ার হালুয়াঘাট সদর শাখায় ০৫ জন এবং ধারা হালুয়াঘাট শাখায় ০৫ জন সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে (শীতবস্ত্র) কম্বল বিতরণ করার মাধ্যমে উক্ত কর্মসূচির শুভ উদ্ভোধন করা হলো। পর্যায়ক্রমে ২০৩৯ জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্য সকলের মাঝেই এ কম্বল বিতরণ করা হবে।








