
স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ সদর আসনের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এ আসনে লাঙ্গলের প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক মনি।
প্রতিদিন শহর এবং গ্রামের বিভিন্ন হাট বাজার ও রাস্তার মোড়ে মোড়ে নির্বাচনী পথসভা ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। এ সময় তারা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বাজিতখিলা বাজারে গণসংযোগ করেন লাঙ্গলের প্রার্থী। পরে গণসংযোগ শেষে পথ সভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফ, জাপার নেতা এম এ রশিদ বিএসসি পৌর শহর জাপার নেতা নেতা হারুন জিলানী সরকার সহ বাজিতখিলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সামছল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।