ময়মনসিংহ প্রেসক্লাবের বর্ষসেরা সাংবাদিক হলেন শেরপুরের তিন সাংবাদিকসহ ৭ জন

 

ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজিত প্রতিযোগিতায় বৃহত্তর ময়মনসিংহের ৭ জন সাংবাদিক বর্ষসেরা সাংবাদিক-২০২২ হয়েছেন। তাঁদের মধ্যে শেরপুর জেলার সাংবাদিক রয়েছেন তিনজন। গতকাল ১৫ ডিসেম্বর শুক্রবার রাতে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজিত বর্ষসেরা সাংবাদিক-২০২২ প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী সাংবাদিকেরা হলেন, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, দৈনিক জনকণ্ঠের নেত্রকোণা প্রতিনিধি সঞ্জয় সরকার ও প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আব্দুল আজিজ।
ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে যুগ্মভাবে প্রথম হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের শেরপুর প্রতিনিধি ইমরান হাসান রাব্বী ও মাছরাঙা টিভির ময়মনসিংহ প্রতিনিধি শরিফুজ্জামান টিটু, দ্বিতীয় হয়েছেন যমুনা টিভির শেরপুর প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল এবং তৃতীয় হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের ময়মনসিংহ প্রতিনিধি সুলতান মাহমুদ কনিক।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি ওমর ফারুক।অনুষ্ঠানে বক্তব্য দেন প্রখ্যাত সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসের (এপি) বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সহসভাপতি মোশাররফ হোসেন, এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, যমুনা টিভির ময়মনসিংহ প্রতিনিধি এস এম হোসাইন শাহীদ প্রমুখ।
প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, বাসসের সাবেক বিশেষ প্রতিনিধি সফিকুল করিম সাবু ও মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসের (এপি) বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলম।বর্ষসেরা সাংবাদিক যাচাই-বাছাই উপকমিটির আহবায়ক ছিলেন এস এম হোসাইন শাহীদ। বিষয়টি সাংবাদিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে ও প্রশংসা কুড়িয়েছে।
এদিকে বর্ষসেরা সাংবাদিক-২০২২ প্রতিযোগিতায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে শেরপুরের তিন মেধাবী সাংবাদিক স্থান করে নেওয়ায় জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু, ময়মনসিংহ মেডিকেল কলেজের অরথোপেডিক্স বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট অরথোপেডিক সারজন ডা. মো. সাইফুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল্ জাবির, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি শরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, গাংচিল সাহিত্য সংগঠনের সভাপতি রফিক মজিদ, প্রিয় শিক্ষালয়ের প্রধান নির্বাহী প্রভাষক মহিউদ্দিন সোহেলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।

  • Related Posts

    শেরপুরে র‌্যাব-১৪’র অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

    নিজস্ব প্রতিনিধি:  র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের বিশেষ অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টার (৪৫) গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাতে শেরপুর সদর উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক…

    শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, শেরপুর শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ধরতে গিয়ে নিখোঁজ মো. ইসমাইল হোসেন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার…

    One thought on “ময়মনসিংহ প্রেসক্লাবের বর্ষসেরা সাংবাদিক হলেন শেরপুরের তিন সাংবাদিকসহ ৭ জন

    1. সুন্দর প্রতিবেদন। শেরপুরের সময়কে অনেক ধন্যবাদ।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের পথসভা

    শেরপুরে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের পথসভা

    শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

    শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির শেরপুর সদর কোর্ট পরিদর্শন

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির শেরপুর সদর কোর্ট পরিদর্শন

    শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু

    শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু

    শেরপুরে বিএনপি নেতা তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

    শেরপুরে বিএনপি নেতা তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

    শেরপুরের গারো পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

    শেরপুরের গারো পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

    দুঃখিত কপি করা যাবে না! ⚠️