
স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় শেরপুর শহরের থানার মোড়ে সকল সরকারি, বেসরকারি দপ্তর, দুর্নীতি দমন কমিশন শেরপুর সমন্বিত জেলা কার্যালয়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা স্কাউটস, রোভার স্কাউটস, বিএনসিসি ও বিভিন্ন এনজিও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড়ানো হয়। পরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রহুল আমিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ, সিভিল সার্জন প্রতিনিধি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, শেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ তপন সারোয়ার প্রমুখ।
আলোচনা শেষে দুর্নীতি বিরোধী তথ্যচিত্র ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘেষানা করা হয়।
এছাড়াও অপরদিকে একইদিন দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়। এসময় বিভিন্ন নারী সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।