
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলা পুলিশের
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হিসেবে আরাফাতুল ইসলাম যোগদান করেছেন।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের এই নবীন কর্মকর্তা যোগদান উপলক্ষে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পুলিশের এই নবীন চৌকস কর্মকর্তা ৩০ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।