জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে সাড়া বাংলাদেশের ন্যায় ১৫ নভেম্বর বুধবার রাত ৯ টায় শেরপুর জেলায় উক্ত পত্রিকার স্টাফ রিপোর্টার ও মানবাধিকার সংস্থা “আমাদের আইন” এর শেরপুর জেলা কমিটির চেয়ারম্যান মোঃ নূর-ই- আলম চঞ্চল এর সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মো: নাজমুল আলম এর সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আদিল মাহমুদ উজ্জ্বল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সাবিহা জামান শাপলা।
এসময় আরো উপস্থিত ছিলেন, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মারুফুর রহমান, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, রেড ক্রিসেন্ট শেরপুর জেলার যুব প্রধান ও ঢাকা প্রতিদিন এর জেলা প্রতিনিধি ইউসুফ আলী রবিন, দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সফিউল আলম সম্রাট, দৈনিক লাখোকন্ঠ পত্রিকা ও সত্যবয়ানের স্টাফ রিপোর্টার বুলবুল আহমেদ, ভোরের চেতনা পত্রিকার জেলা ক্রাইম রিপোর্টার শান্ত রায়, জেলা ফটো সাংবাদিক মোরাদ হোসেন, সদর উপজেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন রাসেলসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।








