
শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান ও অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার পিবিআই, শেরপুর জেলার জন্য অধিগ্রহণকৃত জমি পরিদর্শন ও গাছের চারা রোপণ করেছেন। গতকাল বুধবার বনজ কুমার মজুমদার শেরপুর জেলায় আগমন করেন। এ সময় শেরপুর সারকিট হাউসে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগমসহ জেলা পুলিশের উরধতন কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যরথনা জানান।
পরে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার শেরপুর সদর উপজেলার মধ্যশেরী এলাকায় পিবিআই, শেরপুর জেলার জন্য অধিগ্রহণকৃত ০.৭৫ একর জমি পরিদর্শন করেন। তিনি সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করে একটি বকুল গাছ ও একটি লিচু গাছের চারা রোপণ করেন। এ সময় সেখানে আরও ১২টি আম গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে পিবিআই প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুলিশের কোন জমি যাতে পতিত না থাকে সেই অনুযায়ী প্রতিটি জায়গায় বৃক্ষ রোপণের মাধ্যমে মাটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে।
এ সময় পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের সহধর্মিনী ডা. জয়া মল্লিক, পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন, তাঁর সহধর্মিনী সুমাইয়া মোস্তফাসহ শেরপুর জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।