
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়
দূর্গোৎসব উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার সনাতন ধর্মালম্বীদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ি উপজেলার পূজা উদযাপন পরিষদের আয়োজনে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি জনাব অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ পুনাকের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক সহ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সরকার ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায় প্রমুখ৷
পরে সনাতন ধর্মালম্বীর ৩০০ নারীর মাঝে কাপড়, ২০০ মানুষের মঝে কম্বল, ১৫০ জনকে ৫০০ করে টাকা ও ২০০ টি ধর্মীয় বই বিতরণ করা হয়।
পরবর্তীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি।
শেরপুর পৌর শহরের শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দির পরিদর্শনকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ পুনাকের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা ও জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।