
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখলেন শেরপুর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।১৬ অক্টোবর সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেনের নেতৃত্বে দলের আড়াই শতাধিক নেতাকর্মী শেরপুর শহরের রঘুনাথ বাজার এলাকার রূপকথা সিনেমা হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক অভিযাত্রা চিত্রিত করে নির্মিত এই বায়োপিকটি দেখেন।
সিনেমাটির প্রদর্শনী শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন গণমাধ্যমকরমীদের বলেন, তাঁর ব্যক্তিগত উদ্যোগে আগামী ১৭দিন পর্যায়ক্রমে দলের সকল নেতা-কর্মীদের সিনেমাটি দেখার সুযোগ করে দেওয়া হবে। বঙ্গবন্ধুর জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি দেখে বঙ্গবন্ধুর ৬ দফা, বঙ্গবন্ধুর কারাবরণের সময়কাল ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্পর্কে নেতা-কর্মীরা সম্যক জানতে পারবেন এবং তা দেখে উজ্জীবিত হবেন।
সোমবার রূপকথা সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শনকালে জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ূন কবীর, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুল খালেক, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।