
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে
সদর থানার বিভিন্ন পূজা মণ্ডপে দূর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরির স্থান ও মন্দির পরিদর্শন করা হয়েছে।
সোমবার ( ৯ অক্টোবর) বেলা ১২:০০ ঘটিকায় শেরপুর সদর থানার বিভিন্ন মন্দির, প্রতিমা তৈরির স্থান ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম।
পরিদর্শনকালে প্রতিমা শিল্পী, মন্দির কমিটির নেতৃবৃন্দ
সহিত দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় করেন এবং মন্দিরের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।