
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই স্লোগান সামনে রেখে শেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম এতে সভাপতিত্ব করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শেরপুর জেলা কমান্ড্যান্টের কার্যালয় সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি আতিউর রহমানসহ আরও বক্তব্য দেন আনসার-ভিডিপির ময়মনসিংহ রেঞ্জের কমান্ডার মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম, নালিতাবাড়ী উপজেলার আনসার ব্যাটেলিয়ানের অধিনায়ক মো. মাহবুবুল আলম, জামালপুরের জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান, শেরপুর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন, আনসার-ভিডিপির উপজেলা প্রশিক্ষক জোবায়ের হোসেন প্রমুখ।
সভায় হুইপ আতিউর রহমান বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুরুত্বপূরণ ভূমিকা পালন করছেন। এর ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুরগাপূজা ও জাতীয় সংসদ নিরবাচনে যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য আনসার-ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানান তিনি।
পরে বিভিন্ন ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য ৫০ জন আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে বাইসাইকেলসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা।