
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পশ্চিম কুমরী কমিউনিটি ক্লিনিকের সিজি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পশ্চিম কুমরী কমিউনিটি ক্লিনিকে সিজি মিটিং অনুষ্ঠিত হয়।
ইউ.পি সদস্য মোঃ রেজাউল করিম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোবারক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকরাম হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ জহিরুল আলম, স্বাস্থ্য পরিদর্শক, মোঃ মাহবুবুল হক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রওশন আক্তার বানু, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী খোদেজা বেগম, সিএইচসিপি সৈয়দা সরুফা, পরিবার কল্যাণ সহকারী জেসমিন বেগম সহ সিজি কমিটির সদস্য বৃন্দ।
উক্ত সভায় কমিউনিটি ক্লিনিকের সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় উপস্থিত সদস্যগন এ ধরণের সভা আরও আয়োজন করার জন্য অনুরোধ জানান।