
ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম কে উষ্ণ অভ্যর্থনা জানালেন শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা। ১৩ সেপ্টেম্বর বুধবার ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান শেরপুর জেলার পুলিশ সুপার।
পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল অতিরিক্ত ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।