শেরপুর টেনিস ক্লাবের সদস্যদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর রবিবার শেরপুর টেনিস ক্লাবের উদ্যোগে ক্লাবের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও টেনিস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল খায়রুম এবং পুলিশ সুপার ও টেনিস ক্লাবের সহ-সভাপতি মোনালিসা বেগম পিপিএম এর সাথে টেনিস ক্লাবের সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়কে শেরপুর টেনিস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। পরে টেনিস ক্লাবের সদস্যদের সহিত পরিচিতি, টেনিস খেলার প্রসার, খেলার গুণগত মান ও টেনিস ক্লাবের উন্নয়নের লক্ষ্যে বিস্তর আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার টেনিস খেলার প্রসার ও
খেলার মান উন্নয়নের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শেরপুর টেনিস ক্লাবের যেকোন প্রয়োজনে পাশে থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল-মাহমুদ, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু সহ সভায় টেনিস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।








