শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল মেহেদী’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় শহরের নিউ মার্কেটস্থ ভর্তা বাড়ি পার্টি সেন্টারে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মেহেদীর পরিবার।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানু, পৌর প্যানেল মেয়র কামাল হেসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল সহ আরো অনেকে।
পরে মেহেদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।








