শেরপুরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) শিক্ষার্থীদের ৪ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে জেলার ইন্টার্ন ডিএমএফ চিকিৎসকেরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে জেলা সদর হাসপাতাল চত্বরে ইন্টার্ন ডিএমএফ চিকিৎসক ও শিক্ষার্থীরা এসব কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচির অংশ হিসেবে তাঁরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিরদিষ্টকালের জন্য ইন্টার্নশীপ কর্মবিরতি ও ছাত্র ধর্মঘট পালন করছেন।
সোমবার বেলা ১২টা থেকে ১টা পরযন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর জেলা সদর হাসপাতাল ইন্টার্ন ডিএমএফ শিক্ষার্থী সংগঠনের সভাপতি মো. রাকিব, সহসভাপতি এস এম নাসিম, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।
বক্তারা ম্যাটস্ শিক্ষার্থী ও ডিএমএফদের ৪ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আহবান জানান। এসব দাবির মধ্যে রয়েছে অনতিবিলম্বে ইন্টার্নশীপ বহাল রেখে কোরস কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোরড বাতিল করে মেডিকেল এডুকেশন বোরড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোরড গঠন, করমসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ এবং বঙ্গবন্ধুর পঞ্চবারষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।
মানববন্ধন কর্মসূচিতে জেলার প্রায় দুই শ ইন্টার্ন ডিএমএফ চিকিৎসক ও শিক্ষার্থী অংশ নেন।








