
“জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে পরিবেশ ও মানুষকে রক্ষায় যথাযথ ও সময় মতো পদক্ষেপ গ্রহণ করেছে ” মানবাধিকার সংস্থা আমাদের আইন “শেরপুর জেলা কমিটি ।
গাছ লাগিয়ে যত্ন করুন,সবুজ শ্যামল পরিবেশ গড়ুন” এই স্লোগানকে ধারণ করে মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর সদর উপজেলা কমিটির আয়োজনে বৃক্ষরোপণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷
৩১ আগষ্ট (বৃহস্পতিবার) বিকালে শেরপুর সদর উপজেলার ১ নং কামারের চর ইউনিয়নের ৬নং লতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইটি ভেজষ ঔষধি গাছ রোপনের করা হয় ৷
এ সময় উপস্থিত ছিলেন, মানবাধিকার সংস্থা “আমাদের আইন” এর শেরপুর জেলার সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো.নাজমুল আলম,জেলা কমিটির যুগ্ন সম্পাদক শান্ত রায়, সদর উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম, সদর উপজেলা সহ – সভাপতি ও ১নংকামারের চর ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান আক্তার ,আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুরাদ হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিলন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রশীদ খাঁন, সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসাইন, বিদ্যালয়ের জমিদাতা আলহাজ্ব মোঃ আঃ হালিম ,মানবাধিকার সংস্থা আমাদের আইন কামারের চর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলম , মমিন,নবিজল সহ প্রমুখ।
এ সময় উপস্থিত বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা,সবুজ শ্যামল ও সুস্থ সুন্দর পরিবেশ গড়তে সকল কে কমপক্ষে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রদান এবং গাছ লাগিয়ে এর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।