
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে শেরপুরে জেলা বিএনপির বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বুধবার বিকালে জেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজয় র্যালীতে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াংকা সহ জেলার সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।
পরে শহরের থানার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমিনুল ইসলাম খায়ের, যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা,
শফিকুল ইসলাম মাসুদ, এড. আব্দুল মান্নান, আবু রায়হান রুপম, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীসহ অনেকই। সমাবেশে বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বিএনপির নেতারা বলেন, এশিয়া মহাদেশে এমন কোন নজির নেই যে একটা দেশের প্রধানমন্ত্রীসহ সকল জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা একসাথে পালিয়ে যায়। কিন্তু বাংলাদেশ তা হয়েছে। গত ১৫বছরে ফ্যাসিস্ট সরকার দেশটাকে খেয়ে ঝাঁঝরা করেছে। বর্তমানে পালিয়ে থাকা আওয়ামী লীগের দোসররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে নানামুখি ষড়যন্ত্র করে যাচ্ছে। কাজেই জনগণকে সাথে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।