
শেরপুর জেলার নকলা উপজেলায় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জমান তুহিনকে (৩৮) নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপি সাংবাদিক খুন, নির্যাতন ও নিপীড়ন এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখা। ৯ আগস্ট শনিবার দুপুরে নকলা পৌরশহরের পুরাতন হলপট্টি মোড়ে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএমএসএফ নকলা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শফিউজ্জামান রানা, উপদেষ্টা সাংবাদিক হযরত আলী, সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন সাংবাদিকরা যখন কোন অনিয়ম, দূর্নীতি, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে যায়, খবর করতে যায় তখনই সাংবাদিকদের খুন, শারিরিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এসব করে সাংবাদিকদের কলম থামানো যাবেনা। আমরা প্রশাসনের কাছে সাংবাদিক তুহিন হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে তুহিন হত্যাকান্ডে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তার পিতার নাম হাসান জামাল।