
জামালপুর র্যাব-১৪ ও উত্তরা র্যাব-১ এর যৌথ অভিযানে কুড়িগ্রামের আরিফুর রহমান হত্যা মামলার আসামী মোঃ শাহরিয়ার হোসেন ইমন (২২) কে গ্রেফতার করেছে জামালপুর র্যাব-১৪ সিপিসি-১, ও উত্তরা র্যাব-১, সিপিসি-২।
১০ জুলাই বৃহস্পতিবার বিকালে জামালপুর র্যাব-১৪, ক্যাম্পের একটি আভিযানিক দল উত্তরা র্যাব-১, এর সহায়তায় ডিএমপি ঢাকার উত্তরা-পূর্ব থানাধীন আজওয়া শিশু পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী মোঃ শাহরিয়ার হোসেন ইমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ধনারচর চরের গ্রামের আজাদ মিয়ার ছেলে।
জামালপুর র্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। নিহত আরিফুর রহমানের সাথে আসামি ইমনের বালু ব্যবসা নিয়ে বিরোধ চলে আসতেছে।
পরে গত ১৭ মার্চ সকাল সাড়ে ৭ টার দিকে ব্রহ্মপুত্রের শাখা সোনাভরী নদীর পানিতে একটি ডিঙ্গি নৌকার পার্শ্বে আরিফুর রহমানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই মোঃ আতিক রহমান (৪০) বাদী হয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই প্রেক্ষিতে, জামালপুর র্যাব-১৪ সিপিসি-১, এর নির্দেশনায় জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উত্তরা র্যাব-১, সিপিসি-২, এর সহায়তায় ডিএমপি ঢাকার উত্তরা-পূর্ব থানাধীন আজওয়া শিশু পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী শাহরিয়ার হোসেন ইমনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
জামালপুর র্যাব-১৪, এর কোম্পানি কমান্ডার
অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।