
রাজশাহী সংবাদদাতা : বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালিত হয়েছে রাজশাহীতে। শনিবার বিকালে পুঠিয়া উপজেলা যুবলীগ নেতা মোঃ শাহাবুদ্দিনের নেতৃত্বে বানেশ্বর বাজারে যুবলীগের কার্যালয়ে এই কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের মনোনয়ন প্রত্যাশী ওবায়দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা যুবলীগের সদস্য মোঃ সাহাবুদ্দিন, দুর্গাপুর পৌরসভার ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, দূর্গাপুর পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শিমুল, পুঠিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনসহ অন্যান্যরা।