
শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পাইলিং ও বারান্দার কাজের উদ্ভোদন করা হয়েছে। ১৭ আগস্ট বৃহস্পতিবার সকালে মসজিদের পাইলিং ও বারান্দার কাজের উদ্ভোদন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আতিউর রহমান আতিক এমপি।
এসময় উপস্থিত ছিলেন, কানাশাখোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো: রফিকুল ইসলাম,চেয়ারম্যান শেরপুর সদর উপজেলা পরিষদ
সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো: সুরুজ্জামান, শেরপুর জেলা তাতীলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক সেলিম, কানাশাখোলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হামিদুর রহমান, ১ নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলী কানাশাখোলা বাজার কেন্দ্রীয় মসজিদের সদস্য মোঃ আকতার আলী, মজনু মিয়া, ফারুক আহমেদ, আব্দুর শহীদ প্রমুখ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক (এমপি) হুইপ মহান জাতীয় সংসদ বলেন, সরকারি ভাবে যতটুকু সহযোগিতা করার তা আমি করে যাচ্ছি, তারপরও আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তাই আমরা সবাই মসজিদের কাজে সহযোগিতা করবো। যেন মসজিদের কাজটি দ্রুত সমাপ্তি হয়।