
শেরপুরে সুপারসিম ব্র্যান্ডের রেডিমিক্স সিমেন্টের মর্টারের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মাধবপুর এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সিমেন্টের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বিএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার। বিএমসি গ্রুপের এই পণ্যটি শেরপুর জেলা থেকে বাংলাদেশে প্রথমবারের মত বাজারজাতকরণ শুরু হলো বলে কোম্পানীর ব্যবস্থাপনা পর্ষদ জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জসিম উদ্দিন খন্দকার বলেন, বিশ্ব বিখ্যাত সুপারসিম ব্র্যান্ডের রেডিমিক্স সিমেন্ট মর্টার ব্যবহারের ফলে নির্মাণ শিল্প ঝামেলা মুক্ত হবে। এই সিমেন্টে বালিসহ আরো পাঁচ ধরনের কেমিক্যাল মিশ্রিত আছে। শুধু পানি মিশিয়েই এই রেডিমিক্স মর্টার সিমেন্ট ব্যবহার করা যাবে। এর মাধ্যমে নির্মাণ কাজ হবে সহজ, দ্রুত ও ঝামেলাহীন। এটি সাধারণ মর্টারের তুলনায় অধিক শক্তিশালী ও টেকসই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমসি গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোবারক আলী ভূইয়া, জ্যেষ্ঠ ব্যবস্থাপক দেওয়ান আছিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শাফায়াত জাহান চৌধুরী। এতে প্রিয় অতিথি ছিলেন শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম। অনুষ্ঠানে সুপারসিম ব্র্যান্ডের রেডিমিক্স সিমেন্টের শেরপুর জেলার ডিলার মো. আব্দুর রফিক, প্রকৌশলী ও বিভিন্নস্তরের ব্যবসায়ীসহ অনেক নির্মাণ শ্রমিক উপস্থিত ছিলেন।