
শেরপুরে নব যোগদানকৃত সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা মাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল খায়রুম মহোদয়কে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও আন্তরিক অভিনন্দন জানান জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেন।
পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় এর সম্মেলন কক্ষে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুসঠিত হয়।
জেনারেল ম্যানেজার সভায় শেরপুর জেলায় পল্লী বিদ্যুৎ এর উন্নয়ন কার্যক্রম এবং *মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ* বাস্তবায়ন করে শেরপুর জেলা শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে মর্মে অবহিত করেন।
জেনারেল ম্যানেজার সভায় জেলা প্রশাসক মহোদয়কে বর্তমান লোডশেডিং এর অবস্থা অবহিত করেন এবং শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এ ৯,৬৬৫ টি সেচ গ্রাহক রয়েছে যার চাহিদা প্রায় ৪০ মেগাওয়াট মর্মে জানান ।
জেনারেল ম্যানেজার জ্বালানি সংকট, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কম থাকায় এবং জামালপুর এ একটি উৎপাদন কেন্দ্র বন্ধ থাকায় এবং সর্বোপরি বৈশ্বির অর্থনৈতিক মন্দার কারণে শেরপুর গ্রীডে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় ও লো ভোল্টেজ জনিত কারণে শেরপুর পবিস এলাকায় বর্তমানে লোডশেডিং হচ্ছে মর্মে জানান, এতে আসন্ন রুপা আমন মৌসুমে বৃষ্টি না হলে চাহিদা বৃদ্দির কারণে লোডশেডিং বৃদ্দির পেতে পারে। ফলে আমন ধান চাষে সেচ কাজ ব্যহত হতে পারে। এ বিষয়ে জেনারেল ম্যানেজার জেলা প্রশাসক মহোদয় এর সার্বিক সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক মহোদয় পল্লী বিদ্যুৎ এর উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।