দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
শেরপুরের দুর্গম চরাঞ্চলে অবৈধভাবে সরকারি বালু পরিবহন ও বিক্রির দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর গ্রামে ওই অভিযান চালানো হয়। অভিযানকালে স্থানীয় মো. সাত্তারের ছেলে মো. সোহেল মিয়াকে (৩৫) ওই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক। ওইসময় তাঁর সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল কুলুরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ বালু তোলা ও পরিবহনের কাজে নিয়োজিত দুটি মাহেন্দ্র আটক করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু তোলার কাজে জড়িত কয়েকজন দুষ্কৃতিকারী দৌড়ে পালিয়ে যায়। ওইসময় সোহেল মিয়াকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি বালু ব্যবসায়ী সোহেল মিয়াকে অর্থদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি
সকালের সময়কে বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





