
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ঐতিহাসিক কাটাখালী সেতুর পাশে অবস্থিত নাজমুল চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ১৮ বছর বয়স’ এর আহ্বায়ক তুষার আল নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউসিবি পিএলসির শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ জানান, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এ বছর সারাদেশে তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। কারণ উচ্চতা ও গঠন দিক থেকে তালগাছ বজ্রপাত নিরোধে সহায়ক। এ ছাড়া তালগাছ ভূমিক্ষয়, ভূমিধ্বস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা এবং মেঘ আকর্ষণ করে বৃষ্টিপাত ঘটায়। এসব কারণে ইউসিবি তালগাছ রোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। এর অংশ হিসেবে ইউসিবির উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার ১০টি স্থানে তালগাছসহ বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা রোপণ করা হবে।