বিশেষ প্রতিনিধি
শেরপুর জেলা পুলিশ হতে সম্প্রতি
পিআরএলগামী
জেলা বিশেষ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব খন্দকার মোঃ শহীদুল হক ও পুলিশ পরিদর্শক
(নিরস্ত্র) মোঃ সালেমুজ্জামান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১২:৩০ ঘটিকায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের চৌকস এই কর্মকর্তাদ্বয়কে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করার পাশাপাশি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






