শেরপুরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী
হাফেজ মোঃ রাশেদুল ইসলাম নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।
প্রচারণাকালে জামায়াত নেতা হাফেজ রাশেদুল ইসলাম বলেন, জুলাই সনদ জনগণের মৌলিক অধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান সময়ের অপরিহার্য দাবি।
গণসংযোগ কর্মসূচিতে পথসভা, লিফলেট বিতরণ, দোয়া চাওয়া এবং সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে জুলাই সনদের গুরুত্ব ও সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরা হচ্ছে। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে প্রচারণাকে আরও গতিশীল করছেন।
আয়োজকরা জানান, গণভোটের দিন পর্যন্ত এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামীসহ সনদে স্বাক্ষরকারী দলগুলোর পক্ষ থেকে দেশব্যাপী এ ধরনের প্রচারণা চলমান রয়েছে, যাতে জনগণ সচেতন হয়ে ‘হ্যাঁ’ ভোট প্রদান করেন।
উল্লেখ্য, জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার-সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটের প্রশ্নে ‘হ্যাঁ’ জয়ী হলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা, বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার ভারসাম্যসহ বড় ধরনের সংস্কার কার্যকর হবে। এতে আরো উপস্তিত ছিলেন শেরপুর শহর শাখার সেক্রেটারি ডাঃ হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ জাহিদ আনোয়ার, লয়ার কাউন্সিল সভাপতি অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল সহ আরো অনেকে।






