স্টাফ রিপোর্ট
রিফাত নামে এক যুবককে অপহরণের অভিযোগ এবং তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করার পরেই ঢাকার উত্তরা এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার আসামি হিসেবে রিফাতকে আটক করেছে র্যাব-১৪।
মোঃ রিফাত (২২) কে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর ও উত্তরার সহযোগিতায় উত্তরা পূর্ব থানাধীন ১নং সেক্টর কবরস্থান রোডস্থ এলাকায় অভিযান চালিয়ে ২৩ ডিসেম্বর রাতে গ্রেফতার করে।
২৪ ডিসেম্বর দুপুরে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ১৪ নভেম্বর বিকাল সাড়ে তিনটার সময় ভিকটিম মিনাল আহম্মেদ(২৮) ও বাদল মিয়া (৩৫) বিয়ের প্রীতিভোজ শেষে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথিমধ্যে শেরপুর পৌরসভার মীরগঞ্জের আব্দুল মালেকের বাড়ীর সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে ধৃত আসামী মোঃ রিফাত (২২) সহ এজাহার নামীয় অপর আসামীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে মারপিট সহ গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মিনাল আহম্মেদের পিতা বাদী হয়ে শেরপুর সদর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
এদিকে এর আগে মিনাল আহমেদ ও বাদল মিয়াসহ তাদের লোকজনের বিরুদ্ধে রিফাত ও তার ভাইকে অপহরণের অভিযোগে সদর থানায় মামলা করা হয়। এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে রিফাতকে উদ্ধারের দাবিতে ২৩ ডিসেম্বর দুপুরে শেরপুর জেলা প্রশাসক অফিসের সামনে মানব বন্ধন করে স্বজন ও এলাকাবাসী।
সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর এর পক্ষ থেকে বলা হয়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।






