শ্রীবরদী প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার ৭ নং ভেলুয়া ইউনিয়নে বি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় সুবিধাভোগী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় ভেলুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নং শ্রীবরদী ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, ট্যাগ অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যগণ এবং গ্রাম পুলিশ সদস্যরা।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত মোট ২৮৬ জন কার্ডধারী নারীকে ৩০ কেজি করে চাউল তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ অসহায় নারীদের জীবনে স্বস্তি এনে দেয় এবং সহায়তা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।







