
শেরপুরের শ্রীবরদীতে অটোভ্যান চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোস্তাফিজুর রহমান মোকমাইন (৩২) বয়সে নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ(৭) জুলাই শুক্রবার দুপুরে উপজেলার সিংগাবরনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকমাইন ওই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
জানা যায়, আজ শুক্রবার দুপুরে মোস্তাফিজুর রহমান মোকমাইন একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রাসেল মিয়ার বাড়িতে অটোভ্যান চার্জের জন্য বিদ্যুৎ সংযোগের কাজ করতে যান।
এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী বিলকিস বেগম বলেন, ‘আমাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান।
ভ্যান চালিয়ে সংসার চালাত আমার স্বামী। আজ ওই বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আমার স্বামী মারা যায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাবরনা ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, ‘মোকমাইন বিদ্যুৎ সংযোগের কাজ করতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে।
এ ঘটনার তদন্তকারী অফিসার এসআই আক্তার হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’