দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:
শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে অতিরিক্ত ডিআইজিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এরপর অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক ক্রমান্বয়ে কোর্টের অফিস কক্ষ, মালখানায় জব্দকৃত আলামত সরেজমিনে পরিদর্শন করে আলামত যথাযথভাবে সংরক্ষণ করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে সদর কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা ও করণীয় সংক্রান্তে পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে কোর্টে কর্মরত সকল অফিসার-ফোর্সের কর্মপরিবেশ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি বিচারিক আদালতের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা ও দৈনন্দিন কার্যক্রমে সকলকে পেশাদারিত্বের সহিত কাজ করার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান, ডিআইও-১ খন্দকার মোঃ শহীদুল হক, ওসি ডিবি মোঃ রেজাউল ইসলাম খানসহ কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।





