দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অনুষ্ঠিত হবে ‘শেরপুর হাফ ম্যারাথন-২০২৫’। আগামী শুক্রবার ভোরে শেরপুর রানার্স কমিউনিটির আয়োজনে এই ম্যারাথন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় শহরের মাধবপুর এলাকার শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজক সংগঠনের পক্ষ থেকে ম্যারাথনের জার্সি, মেডেল ও কিটব্যাগ উন্মোচন করা হয়।

এতে হাফ ম্যারাথনের বিস্তারিত তথ্য তুলে ধরেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা আল-আমিন সেলিম।
অনুষ্ঠানে তিনি বলেন, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া স্কুল মাঠ থেকে শুরু হওয়া এবারের হাফ ম্যারাথনে ৪টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন দেশ-বিদেশ থেকে আসা ও স্থানীয় প্রায় ৮০০ শিশু, নারী ও পুরুষ। এদের মধ্যে থাকবেন সমাজের পিছিয়ে পড়া বেদে পল্লী, হরিজন পল্লী ও তৃতীয় লিঙ্গের মানুষ। ম্যারাথনের ক্যাটাগরিগুলো হচ্ছে এক কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১ দশমিক এক কিলোমিটার। অংশগ্রহণকারীদের জন্য থাকছে জার্সি, মেডেল, কিটব্যাগসহ প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর পুরস্কার। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অংশগ্রহণকারীদের মাঝে কিট বিতরণ করা হবে।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যারাথন অনুষ্ঠানের সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়া। এতে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, মিমোজা এন্টারপ্রাইজের চেয়ারম্যান জাকির হোসেন বাচ্চু, রেস মার্শাল আব্দুল্লাহ আল মামুন সাকিব, কামাল হোসেন, শাহরিয়ার ইসলাম রবিন, শাহরিয়ার আহমেদ রাব্বি প্রমুখ।
পরে দ্বিতীয় পর্বে ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরির জার্সি ও মেডেলসহ কিটব্যাগ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






