নিজস্ব প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-১, জামালপুরের একটি অভিযানিক দলের বিশেষ অভিযানে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। র্যাব সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ২০২৫ রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন সদর ইউনিয়নের ব্রীজ রোড সংলগ্ন জিহান স্টোরের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি বিশেষ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মো. হামিদুল (১৯) নামে একজনকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার ৪ শত টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৪ জামালপুর এর অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, সমাজ থেকে মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






