দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:
শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশন এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক খন্দকার মো. আব্দুল হামিদ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
উদ্বোধনী খেলায় শেরপুর জেলা ফুটবল দল ২-১ গোলে মাদারগঞ্জ উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। খেলার শুরু থেকেই মাঠে ছিল দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর উৎসাহ। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেরপুরের ফরোয়ার্ডরা গোলের সুযোগ কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেয়। খেলার শেষভাগে গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি মাদারগঞ্জ দল।
টুর্নামেন্টের আয়োজকেরা জানান, নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করছে। শেরপুর জেলা দলের পাশাপাশি নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ ও বগুড়া জেলা ফুটবল দল এবং মাদারগঞ্জ, মধুপুর ও গোপালপুর উপজেলা ফুটবল দল এতে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং জেলার ফুটবলে নতুন উদ্দীপনা যোগ হবে বলে আশা করছে আয়োজক কমিটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ফুটবলের প্রতি জেলার মানুষের অতীতের আবেগ ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ফুটবলের উন্নয়ন সম্ভব হবে বলেও আশা করেন তিনি।






