শেরপু‌রে পাখির বাসার আদলে নির্মিত পূজামণ্ডপে দেবী দুর্গা: দর্শনার্থীদের ভিড়

 

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
রোববার থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয়
দুর্গোৎসব। এ উপলক্ষে শেরপুরের ঐতিহ্যবাহী মার্চেন্ট ক্লাবের উদ্যোগে
শহরের নয়আনী বাজার এলাকার মা ভবতারা কালীমন্দির প্রাঙ্গণে ‘পাখির বাসার
আদলে’ নির্মাণ করা হয়েছে পূজামণ্ডপ। আর এ মণ্ডপে স্থাপন করা হয়েছে দেবী
দুর্গার প্রতিমা। পূজামণ্ডপটি দেখতে প্রতিদিন সনাতন ধর্মাবলম্বী ভক্তসহ
বিপুলসংখ্যক দর্শনার্থী মণ্ডপে ভিড় করছেন।

মার্চেন্ট ক্লাবের আয়োজকদের সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে স্থানীয়
ব্যবসায়ীদের উদ্যোগে মার্চেন্ট ক্লাব প্রতিষ্ঠা করা হয়। এই ক্লাব
প্রতিবছরই ভিন্ন ভিন্ন থিমে দুর্গাপূজার আয়োজন করে। এরই ধারাবাহিকতায়
অর্ধশত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাবটি এবার দুর্গোৎসব উপলক্ষে
পরিত্যক্ত বাক্স, কার্টন কাগজ, নারকেলের ছোবড়া, পাট ও কাঠের গুড়া দিয়ে
তৈরি করেছে প্রতিমা আর পাখির বাসার আদলে তৈরি করেছে পূজামণ্ডপ। দুর্গোৎসব
উপলক্ষে ক্লাবের এবারের থিম ‘পাখি সংরক্ষণ মানে প্রকৃতি সংরক্ষণ’।
পরিবেশ, প্রকৃতি আর পাখি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এ বছর মার্চেন্ট
ক্লাব এভাবেই সাজিয়েছে পূজামণ্ডপটি।

সোমবার মহাসপ্তমীর রাতে সরেজমিনে দেখা যায়, মণ্ডপের প্রবেশপথ সাজানো
হয়েছে পাখির পালকের মোটিফে। নারকেলের ছোবড়া দিয়ে বাবুই পাখির বাসার আদলে
তৈরি মণ্ডপে বসানো হয়েছে দুর্গা প্রতিমা। তিন পাশে কার্টন ও কাঠের গুড়া
দিয়ে সাজানো হয়েছে শত শত পাখির বাসা। তুলা ও কাগজে তৈরি পাখিদের ঝাঁক যেন
মনে করিয়ে দিচ্ছে কিচিরমিচির মধুর শব্দ। সাউন্ডবক্সে মৃদুশব্দে পাখির
কিচিরমিচির শব্দও শোনা যাচ্ছে। এ সময় মণ্ডপটি দেখতে বিপুলসংখ্যক
দর্শনার্থী উপস্থিত ছিলেন। প্রতিমা ও মণ্ডপের সেলফিজোনে অনেকে ছবিও
তুলছিলেন।

এ মণ্ডপের প্রতিমাশিল্পী নিতাই মালাকার বলেন, ‘প্রকৃতি হলো আমাদের মা।
মা-ই তো দেবী। তাই এবারের থিম করেছি পাখি সংরক্ষণ। মানে প্রকৃতি সংরক্ষণ।
বন বাঁচাও, পাখি রক্ষা করো—এমন বার্তাই আমরা দিতে চেয়েছি।’ তিনি আরও
বলেন, প্রায় এক মাস ধরে তৈরি করা এ মণ্ডপে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা।
সবকিছুই সাজানো হয়েছে পরিবেশবান্ধব উপাদান দিয়ে।

মার্চেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক টুকন সাহা বলেন, মা ভবতারা কালী
মন্দিরের দুটি গাছে সারা বছর পাখির কলরব থাকে। পাখির আবাসস্থল ধীরে ধীরে
নষ্ট হচ্ছে। তাই এবারের পূজায় তাঁরা সচেতনতার বার্তা দিতে চেয়েছেন।
তাঁদের ক্লাব বরাবরই ব্যতিক্রমী থিম নিয়ে পূজার আয়োজন করে থাকে। পূজোর
দিনগুলোয় বিপুলসংখ্যক দর্শনার্থী মণ্ডপটি দেখতে আসায় সবার প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন তিনি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের দুর্গম চরাঞ্চলে অবৈধভাবে সরকারি বালু পরিবহন ও বিক্রির দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে সদর…

    Share on Social Media

    শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেরপুর পৌরসভার নবীনগর এলাকার রোয়া বিলে অনুষ্ঠিত এই মেলা দেখতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। শুক্রবার বিকেলে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

    শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

    শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

    শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

    শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

    শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

    শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান