
নিজস্ব প্রতিনিধি:
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন সরকারি খাস জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশানার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
প্রশাসন সূত্রে জানা গেছে, খাসজমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য পাকা স্থাপনা নির্মাণকাজ শুরু করেন। বিষয়টি নজরে এলে উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ব্যক্তিকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেন এবং নির্মাণকাজ বন্ধ করতে বলেন। কিন্তু তা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান নিজে গিয়ে সতর্ক করেন। এরপরও ওই নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় মঙ্গলবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় স্কেভেটরের (ভেকু) মাধ্যমে ওই স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং খাস জমিতে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করা হয়।