
নিজস্ব প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি বাজারে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।
এরআগে তারাকান্দি বাজারে পথ সভায় সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ এসএম রফিকুল আলম শিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি, সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমূখ।
সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এনামুল হক রাজুর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সদর বিএনপির যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন ছানু সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চান, সদস্য আমিনুল ইসলাম, কামরুল হাসান চান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান উজ্জ্বল, জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।