
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি ক্রপ কেয়ার ডিভিশন এর পক্ষ থেকে চুইঝাল গাছের চারা বিতরণ করা হয়েছে।
২২ সেপ্টেম্বর বুধবার দুপুরে শেরপুর সদর উপজেলার সুর্যদী গ্রামে ১০০ জন নারীর মাঝে চুইঝাল গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র এরিয়া ম্যানেজার ব্যবস্থাপক মো. হাবিবুল্লাহ, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. আব্দুলাহ, রুমা রানী দেব (দাবি), সহকারী ব্যবস্থাপক খলিলুর রহমান, এমদাদুল হক প্রমুখ।
এসময় ব্র্যাক কর্তৃপক্ষ বলেন, চুইঝাল গাছের চারা বিতরণ করার উদ্দেশ্য হচ্ছে গ্রামীন নারীদের ক্ষমতায়ন ও দারিদ্র্যতা দূরীকরণ করা। চুইঝাল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলায় অনেক জনপ্রিয়। চুইঝাল উৎপাদন করে সেই জেলার অনেক নারীরা স্বাবলম্বী হচ্ছেন। আমরা চাই প্রান্তিক পর্যায়ের শেরপুরের নারীরা চুইঝাল গাছ রোপন করে নিজে যেমন খেতে পারবেন তেমনি বিক্রি করে অনেক লাভবান হতে পারবেন।