
শেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলার চরমোচারিয়ার ইউনিয়নের নলবাইদ গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমি মাওলানা হাফিজুর রহমান।
এছাড়াও জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওর্য়াড জামায়াতের বিভিন্ন ইউনিটেন নেতৃবৃন্দ।
এসময় বক্তারা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত এবং একটি পরিচ্ছন্ন শেরপুর গড়তে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।