
শেরপুরে পৌর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর শহরের ১ নং ওয়ার্ডের ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের নবী নগর গ্যাস পাম্প এলাকায় জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমি মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, পৌর শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহ সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ পৌর ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।