
শেরপুর এর শ্রীবরদী তে আশিক (১৯) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২) জুন শ্রীবরদীর পৌরাগড় এলাকায় মাঠে নিম গাছে থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে , মৃত্যু আশিক ঐ এলাকার নুর ইসলামের ছেলে , এবং শ্রীবরদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে। নিজের পড়া লেখা খচর চালাতো টিউশনি করে সংসার এর অভাব অনটন এর জন্য।
মানসিক ভারসাম্যহীন হয়ে পরে আশিক পরে তার পরিবার চিকিৎসা করে সুস্থ হয় কিছুটা, আশিক এর মা বলেন, বুধবার রাতে আশিক বাড়ি পাশে মাঠে তে কাঠ বাগান আছে সেই জায়গায় যেতে চায় পরে,আশিক এর মা যেতে বাধা দেয়, পরে বৃহস্পতিবার ভোরে নতুন একটি গামছা নিয়ে কাঠ বাগানে গিয়ে নিম গাছের ডালের সাথে ঝুলিয়ে ফাশি দিয়ে আত্মহত্যা করে।
এলাকার লোকজন তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলেই পুলিশ এসে আশিক এর লাশ উদ্ধার করে।
আশিক এর মা বলেন রাতে যেতে চেয়েছিল, আমি যেতে দেই নি,ভোর বেলা আমরা ঘুম এ ছিলাম তখন কাউকে না জানিয়ে, ঘর থেকে বের হয়ে গেছে পরে দেখি ফাশি দিছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শ্রীবরদী থানার এসআই নুরুল হক বলেন ওই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু প্রক্রিয়া চলছে। তবে লাশ বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করছে নিহতের পরিবার।